avertisements 2

গুলশান-বনানী নয় ঢাকায় সবচেয়ে কম দরিদ্র মানুষ থাকেন পল্টনে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জানুয়ারী,শুক্রবার,২০২৫ | আপডেট: ০৯:২০ এএম, ২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫

Text

ঢাকার পল্টনে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে কম। এই এলাকার বসবাস করা মাত্র ১% জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে রয়েছেন।

জরিপ অনুযায়ী, ঢাকায় দারিদ্র্যের হার কম এমন এলাকাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ধানমন্ডি। এ এলাকায় মাত্র ১.৫% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এরপরে রয়েছে গুলশান ৩.২%, মোহাম্মদপুর ৪.৬%, রামপুরা ৬.৩%, বাড্ডা ৭.৪%, বনানী ১১.৩% এবং মিরপুর ১২.৯%।

জরিপে দেখা গেছে, ঢাকার কামরাঙ্গীর চরে সবচেয়ে বেশি ১৯.১% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত “বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২” শীর্ষক জরিপের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা জেলার সামগ্রিক দারিদ্র্যের হার ১৯.৬%। আর সামগ্রিকভাবে দেশের দারিদ্র্যের হার ১৯.২%। দেশের গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার ২০.৩% আর শহরাঞ্চলে এই হার ১৬.৫%।

বিবিএস: দেশের ১৯% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেনবিবিএস: দেশের ১৯% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেন
এছাড়া, মাদারীপুর জেলায় দেশের সবচেয়ে বেশি ৫৪.৪% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। অন্যদিকে, নোয়াখালীতে এই হার সবচেয়ে কম। এই জেলায় মাত্র ৬.১% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।

প্রতিবেদনে দেশজুড়ে বিত্তশালী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক বৈষম্যের চিত্র ওঠে এসেছে। দেশে দারিদ্র্যের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সামনে আসা বিভিন্ন চ্যালেঞ্জগুলোকেও চিহ্নিত করা হয়েছে। ঢাকাসহ সারাদেশের ধনী ও দরিদ্র এলাকাগুলোর মধ্যে অর্থনৈতিক যে বিস্তর ফারাক, তাও জানা গেছে।

২০১৭ সালের ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে নির্ধারিত আন্তর্জাতিক দারিদ্র্যসীমা হলো দৈনিক আয় ২৫৮ টাকা (১ ডলার ১২০ টাকা ধরে) বা ২.১৫ ডলার। অর্থাৎ, দৈনিক ২.১৫ ডলারের কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2