avertisements 2

৫৮২ কোটি টাকার সার আত্মসাত:  বিসিআইসির কাছে ব্যাখ্যা তলব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:০৬ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

৫৮২ কোটি টাকার সার আত্মসাতের ঘটনায় বিসিআইসি চেয়ারম্যানকে ২০ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা  দিতে বলেছে হাইকোর্ট। সেই সঙ্গে আত্মসাতের ঘটনায় কর্তৃপক্ষের ব্যর্থতা কেনো অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।  

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।

একটি গণমাধ্যমের সংবাদে বলা হয়, সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেছে পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৫৮২ কোটি টাকা।

মেসার্স পোটন ট্রেডার্স সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানের মালিকানাধীন প্রতিষ্ঠান। কামরুল আশরাফ সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি। 

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, তিনিই মূলত দেশে সারের ব্যবসা নিয়ন্ত্রণ করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2