avertisements 2

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়া কনটেইনারে অর্ধগলিত লাশটি কার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ অক্টোবর, বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

চট্টগ্রাম থেকে সমুদ্রপথে একটি কনটেইনারবাহী জাহাজ গত দু’সপ্তাহ আগে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সমুদ্রবন্দরে গেছে। জাহাজটি বন্দরে নোঙর করার কিছুদিন পর কনটেইনার থেকে দুর্গন্ধ ছড়ায়। পরে খুলে দেখা যায়, ভেতরে অর্ধগলিত এক ব্যক্তির লাশ। কনটেইনারটি চট্টগ্রামের বিএম ডিপো থেকে লোড করা হয়েছে বলে জানা গেছে।

লাশটি কোনো বাংলাদেশীর নাকি অন্য কোনো দেশের, মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে প্রতিবেদন লেখা পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। পেনাং বন্দর কর্তৃপক্ষ বলছে, ‘খালি কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে নেয়া হয়েছে। তাই মৃত ব্যক্তি বাংলাদেশী হওয়ারই সম্ভাবনা বেশি।’

মৃত ব্যক্তি আন্তর্জাতিক চোরাচালান চক্রের হাতে পড়ে মানব পাচারের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে বন্দর কর্তৃপক্ষ ধারণা করছে। কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস বলছে, এ লাশ উদ্ধারের বিষয়ে পেনাং বন্দরে যোগাযোগ করা হচ্ছে। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

মালয়েশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রথম ওই অর্ধগলিত লাশের ছবি ভাইরাল হয়েছিল। তখন একজন মালয়েশিয়ান লিখেছেন, ধরুন, আপনি একটি কনটেইনারের ভেতর বন্দী। এ সময় দম বন্ধ হয়ে আপনার মৃত্যু হয়েছে। ভাবুন, এ মৃত্যু কত নির্মম ও মর্মান্তিক হতে পারে।

এ বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) নাজমুস সাদাত সেলিম বলেন, আমরা খোঁজ নিয়ে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, মৃত ব্যক্তি বাংলাদেশী কিনা, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তাছাড়া সে কনটেইনারের ভেতর গেল কিভাবে, এটা কোনো ষড়যন্ত্র কিনা, কর্তৃপক্ষের ফরেনসিক তদন্ত ছাড়া এ রহস্য উদঘাটন সম্ভব নয়। আমরা জানতে পেরেছি খালি কনটেইনারটি চট্টগ্রামের বিএম ডিপোতে ছিল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2