বিএনপির নেতাকর্মীরা কেন লাঠি নিয়ে সমাবেশে আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০৬ এএম, ১৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৫

ঢাকা শহরে বিভিন্ন জায়গায় লাঠিসোঁটা নিয়ে সমাবেশে অংশগ্রহণ করছে বিএনপি নেতাকর্মীরা, যা আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সমাবেশে লাঠিসোঁটা বহন না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন।
শনিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী তিনি এ মন্তব্য করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশে লাঠি নিয়ে আসতে বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দেওয়া হয়েছিল। এটা কিসের ইঙ্গিত বহন করেছিল, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা দেখেছি, বিএনপি কর্মীরা রাজধানীর বিভিন্ন সমাবেশে আসার সময় পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে। এগুলো কী মিন করে আপনারা নিজেরাও বোঝেন, নিজেরাও জানেন। আমরা তাদের বলি, আপনারা নির্বিঘ্নে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পালন করুন। সেখানে আমাদের কিছু ভাবার নেই। কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা, এটা আইনসিদ্ধ নয়।
তিনি আরও বলেন, তারা যাতে কোনো ভাঙচুর অথবা কোনো বিশৃঙ্খলায় লিপ্ত না হয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে থাকবেন, খেয়াল রাখবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাতে সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে, সেটাও আমাদের জিজ্ঞাসা। সবাই যেন আইন মেনে চলে, সুশৃঙ্খলভাবে যার যার কর্মকাণ্ড পালন করে এটাই আমি আশা রাখি। কিন্তু তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন, তাহলে আমাদের করার কিছু আছে। আইনশৃঙ্খলা তাদের মেনে চলতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কেউ ভোট দিতে পারবেন না

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা
