চার ঘণ্টার বৈঠক শেষে রনির আন্দোলন প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:২৯ এএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫

রেলের অব্যবস্থাপনা নিয়ে টানা কর্মসূচি পালন করে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি নিজের কর্মসূচি স্থগিত করেছেন। রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে টানা ৪ ঘণ্টার বৈঠকের পর তিনি তার কর্মসূচি স্থগিত করেন।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যার ছয়টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির ও রেলের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন রনি। প্রায় চার ঘণ্টার বৈঠকে রনির ছয় দফা দাবি পূরণে সচিব ও মহাপরিচালক আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
রনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও ডিজির প্রতিশ্রুতির ভিত্তিতে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আমার আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনও পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি। তাকে রেলওয়ের অংশীজনদের প্রতিনিধি করা হয়েছে বলেও জানান রনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কেউ ভোট দিতে পারবেন না

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা
