ভোটের মাঠে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে, আপনিও রাইফেল নিয়ে দাঁড়ান: সিইসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১০:০২ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ভোটের মাঠে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে প্রতিপক্ষকে একই অস্ত্র কিংবা রাইফেল নিয়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে তিনি এমন পরামর্শ দেন।
ভোটের মাঠের সহিংসতা নির্বাচন কমিশন বন্ধ করতে পারবে না জানিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সিইসি বলেন, ‘আপনাদের দায়িত্ব নিতে হবে। কারণ খেলোয়াড় হচ্ছে রাজনৈতিক দল।’ তিনি বলেন, ‘আপনারা মাঠে যাবেন; মাঠে খেলবেন। আমরা রেফারি। আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না।’
সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান বলেন, ‘মাঠে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকে একটা রাইফেল ও তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। যদি আপনি দৌঁড় দেন তাহলে আমি কি করবো? কাজেই আমরা সাহায্য করবো। পুলিশের উপর, সরকারের উপর আমাদের কমান্ড থাকবে।’
এনডিএম নেতাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমি আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাচ্ছি ১৪ সালের নির্বাচন আমাদের উপর চাপাবেন না, ১৮ সালের নির্বাচনের দায় আমাদের উপর চাপাবেন না। আমরা আমাদের নির্বাচনের দায় বহন করবো এবং নিরপেক্ষ করতে চেষ্টা করব। সব দল সহযোগিতা না করলে আমরা সেখানে ব্যর্থ হয়ে যাবো। আপনাদের সমন্বিত প্রয়াস থাকবে।
প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের পাল্টায় এনডিএম–এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, শর্ট গান নিয়ে দাঁড়ানো বিষয়টি আইন সমর্থন করে না। তবে এর জবাবে সিইসি আর কোনো মন্তব্য করেননি।