অকাল প্রয়াণে গীতিকবি ও পুলিশ সুপার দেওয়ান লালন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:২৮ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
অকাল প্রয়াণ ঘটলো গীতিকবি পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পীর। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো মাত্র ৪৩ বছর।
দেওয়ান লালন আহমেদের গাড়ি চালক (পুলিশ সদস্য) আলমগীর হোসেন খবরটি নিশ্চিত করে বলেন, ‘স্যারের প্রেশার লো ছিল। ডায়াবেটিস ১৮-তে উঠে এসেছিল। চোখের পলকে তিনি নেই।’
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন দেওয়ান লালন আহমেদ। সঙ্গে সঙ্গে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে লাইফ সাপোর্টে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বাদ আসর রাজারবাগ পুলিশ লাইনে জানাজা শেষে দেওয়ান লালন আহমেদের মরদেহ রাজধানীর আজিমপুর গোরস্তানে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা বাবার সন্তান লালন। গীতিকবি হিসেবে অনেক গান লিখেছেন। ২০১৯ সালে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গীতিকার হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। গীতিকবি পরিচয়ের বাইরে প্রতিভার ছাপ রাখেন লেখালিখিতেও। শেখ মুজিব, লালন, শিশুতোষ সবমিলিয়ে ছয়টি বই লিখেছেন দেওয়ান লালন আহমেদ।
জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন লালন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি টুরিস্ট পুলিশ ঢাকার হেড কোয়ার্টারে লিগ্যাল এন্ড মিডিয়া সেলের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ বাংলাদেশ।