ইভিএম একটি নিকৃষ্ট যন্ত্র: বদিউল আলম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৩৪ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘বিগত নির্বাচনে দেখা গেছে ইভিএম ব্যবহারের ফলে ভোটের হার কমেছে। তাই বলা যায়, যে যন্ত্র মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে সে যন্ত্রের ব্যবহারের যৌক্তিকতা নেই।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) নিকৃষ্ট যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে দেখা গেছে ইভিএম ব্যবহারের ফলে ভোটের হার কমেছে। তাই বলা যায়, যে যন্ত্র মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে সে যন্ত্রের ব্যবহারের যৌক্তিকতা নেই।’
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কুমিল্লা সিটি নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের বিশ্লেষণ উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইভিএম নিকৃষ্ট যন্ত্র: সুজন সম্পাদক
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। ছবি: নিউজবাংলা
ইভিএমে ডাকাতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকেই ইভিএম ডাকাতির কথা বলছেন। আমি মনে করি ইভিএম আরও বড় ধরনের ডাকাতির কবলে পড়ার শঙ্কা রয়েছে। কেননা নির্বাচন কমকর্তাদের ওভাররাইটিং করার মাধ্যমে ইভিএমে ডাকাতির বড় সুযোগ রয়েছে। এ ছাড়া সফটওয়্যার জালিয়াতির সুযোগ তো রয়েছেই।’
ইভিএম ব্যবহারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তিনি। বলেন, ‘ইভিএমে অনেক ত্রুটি রয়েছে। প্রয়াত জামিলুর রেজা চোধুরীও ইভিএম সমর্থন করেননি। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহারের আচরণবিধি লঙ্ঘনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা চুনোপুঁটিদের আচরণবিধি মানানোর বিষয়ে কঠোর হলেও রাঘববোয়ালদের বিষয়ে কঠোর হতে ব্যর্থ হয়েছে।’
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল নিয়ে সুজনের বিশ্লেষণ তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণ চায় এই নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হোক। তাই নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা না ফিরলে, অংশগ্রহণমূলক নির্বাচন কখনই সম্ভব নয়।’