avertisements 2

স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০১:০১ পিএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

রোববার সকাল থেকে পদ্মা সেতু দিয়ে শুরু হয় যান চলাচল।
যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে পদ্মা সেতু। শনিবার প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য উদ্বোধনের পর আজ রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এ সেতুতে। নির্ধারিত টোল দিয়ে সেতু পার হচ্ছে সব যানবাহন।

প্রথম দিনেই সেতুতে ওঠার জন্য রাত থেকে দুই প্রান্তে তৈরি হয় প্রায় ৬-৭ কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। দাঁড়িয়ে ছিল সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য গাড়ি। তবে সকালে সেতু খোলার পর যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে, পদ্মা সেতুর দুয়ার খুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রোববার সকাল থেকে নির্দিষ্ট পরিমাণ টোল দিয়ে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে সেতুর ওপর দিয়ে পদ্মা পার হচ্ছে।

এদিকে, গত ২৩ জুন, পদ্মা সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না বলে গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এছাড়া, পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনাও অনুসরণ করতে বলা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2