দেশে রাত ৮টার পর সব দোকান-পাট বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দেশজুড়ে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। এই লক্ষ্যে শ্রমআইন ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেয়া হয়। রাত ৮টার মধ্যে দোকান-পাট বন্ধের বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে এই প্রজ্ঞাপনে।