সংসদ সদস্য বাহাউদ্দিন এলাকা না ছাড়লে ইসির কিছুই করার নেই: সিইসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১০:২৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার অনুরোধ রক্ষা করে এলাকা না ছাড়লে নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (১২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অসহায়ত্বের কথা জানান তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, কিছু আইনগত বিষয় আছে। কিছু ক্ষমতা আংশিক এবং কিছু পরিপূর্ণ। কুমিল্লার ক্ষেত্রে আচরণবিধিতে বলা হয়েছে- সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা এলাকায় কারও পক্ষ হয়ে নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না।
সিইসি বলেন, এমপি বাহার আচরণবিধি ভঙ্গ করায় আমরা উনাকে চিঠি দিয়ে এলাকা ছাড়তে বলেছিলাম। কিন্তু তিনি তা না করে মামলা করেছেন। মামলার ফলাফল পাইনি।
হাবিবুল আউয়াল বলেন, আমরা রিকোয়েস্ট করি, আমাদের এমন কোনো ক্ষমতা নেই কাউকে জোর করে...। তিনি সংসদ সদস্য, উনাকে বলাটাই যথেষ্ট। উনাকে আমরা বলেছি, আচরণবিধিমালাতে এটা আছে, আপনি যদি একটু সরে থাকেন, তাহলে নির্বাচনটা ভালো হয়। সেই চিঠিটা আমরা প্রকাশ্যে দিয়েছি। এটাই সংসদ সদস্যের অনার করা উচিত। যদি অনার না করেন, আমাদের তেমন কিছু করার থাকে না।
প্রসঙ্গত, এর আগে কুসিক নির্বাচনে দলীয় প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে সংসদ সদস্য বাহারকে সতর্ক করে ইসি। একপর্যায়ে গত বুধবার তাকে এলাকা ছাড়তেও নির্দেশ দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হন বাহার। হাইকোর্ট তাকে নির্বাচনের প্রচারে সুযোগ না দেওয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।