avertisements 2

৮ যাত্রী নিয়ে ভারত গেলো মিতালী এক্সপ্রেস

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৪১ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন হতে ৮জন যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুড়িতে গেলো তৃতীয় আন্ত:দেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস। শুক্রবার (৩ জুন) নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে সকাল ৮টায় বাংলাদেশের নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি রেল স্টেশন হতে ভারতের নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা করে মিতালী এক্সপ্রেস। 

এর আগে বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ থেকে নির্ধারিত সময় রাত ৯টা ৫০মিনিটে ভারতীয় ৫জন ও বাংলাদেশি ৩ জনসহ মোট ৮ জন ভিসাধারী যাত্রী নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে আসেন ট্রেনটি।

চিলাহাটি স্টেশনে দায়িত্বরত স্টেশন মাস্টার ময়নুল হোসেন জানান, মিতালী এক্সপ্রেস সকাল ৬টা ১৫ মিনিটে চিলাহাটিতে পৌঁছার কথা থাকলেও ট্রেনটি স্টেশনে আসে ৭টা ৪০ মিনিটে। তিনি আরো জানান, যাত্রীদের মধ্যে ৭জন এসি চেয়ার ও একজন এসি বার্থ এর যাত্রী ছিল। 

ঢাকা থেকে বাংলাদেশি রেলের লোগো (ইঞ্জিন) ১০টি কোচ নিয়ে ভোরে চিলাহাটি ষ্টেশনে পৌঁছে ২০ মিনিট বিরতির পর ভারতীয় রেলের (লোগো) ইঞ্জিন কোচগুলো নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি উদ্দেশ্যে চিলাহাটী ষ্টেশন ত্যাগ করে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2