প্রতিটি ভোটকেন্দ্রের গোপন কক্ষে একজন করে ডাকাত দাঁড়িয়ে থাকে : নির্বাচন কমিশনার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:২৬ এএম, ১৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৫

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের ক্ষেত্রে ভোটকেন্দ্রের গোপন কক্ষে ‘সন্ত্রাসী ও ডাকাতদের’ উপস্থিতি বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান।
তিনি বলেন, ইভিএমে ভোট গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জ একটাই, প্রতিটি কেন্দ্রে গোপন কক্ষে একজন করে ডাকাত ও সন্ত্রাসী দাঁড়িয়ে থাকে আর ভোটাররা আসলেই বলে ‘আপনার ভোট হয়ে গেছে, চলে যান’। এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ নেই।
সোমবার (৩০ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহসান হাবীব এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো ভোটারের আঙুলের ছাপ না মিললে বা আঙুল কেটে গেলে তা সমাধানে প্রিসাইডিং অফিসারের হাতে ১ শতাংশ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখা হবে এরকম কতজন আছেন। সুষ্ঠু ভোট গ্রহণে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।
আহসান হাবীব আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হবে। কোথাও কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কেউ ভোট দিতে পারবেন না

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা
