avertisements 2

মই বেয়ে প্রকল্পের কাজ দেখলেন আইনমন্ত্রী, ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩৪ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনিয়মের অভিযোগ ওঠা আশ্রয়ণ প্রকল্পের কাজ ঘুরে দেখেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। এ সময় তিনি মই বেয়ে ওপরে উঠে প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘর দেখেন। আশ্রয়ণ প্রকল্প নিয়ে বাংলাদেশের যেকোনো জায়গায় কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আখাউড়ার ইউএনও ও এসিল্যান্ডকে অনিয়মে জড়িত থাকার কারণে বদলি করা হয়েছে বলে মন্ত্রী নিশ্চিত করেন।

আইনমন্ত্রী আনিসুল হক আজ শুক্রবার (২৭ মে) সকাল পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামে চলমান আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এর আগে মন্ত্রী মহানগর প্রভাতি ট্রেনে করে আখাউড়ায় আসেন। পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ওনারা মিথ্যা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্ত। বাংলাদেশের কিছু ভালো হোক সেটা ওনারা চান না। এ জন্য তারা হিংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে এবং সেটা বাংলাদেশের জনগণের অর্থায়নে, সেটা ওনাদের সহ্য হচ্ছে না। সে জন্য এসব অপপ্রচার করছে। দেশের মানুষকে অনুরোধ করব- এসব অপপ্রচারে যেন কান না দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সড়কপথে কসবায় যান।

সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম করার অভিযোগে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামকে রাঙামাটি এবং বান্দরবানে বদলি করা হয়। একজন ঠিকাদারকে ইউএনও ১৬৯টি ঘর দেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2