avertisements 2

হলো না মুহিতের জানাজা, সংসদ গেট থেকে ফিরে গেলেন মুসল্লিরা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৪ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

আবুল মাল আবদুল মুহিত ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ভাষাসৈনিক ও লেখক। তিনি ২০০৯ থেকে ২০১৮ সাল দীর্ঘ সময় পর্যন্ত সফলতার সহিত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবুল মাল আবদুল মুহিত ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের আওতাধীন মহাজোটের মনোনয়নে সিলেট-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে আবুল মাল আব্দুল মুহিত সংসদ সদস্য হিসেবে প্রার্থীর পদ পান এবং সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই গুনী মানুষটি আজ আর নেই। সম্প্রতি জানা গেছে তার মুহিতের জানাজা না হওয়ায় সংসদের গেট থেকে ফিরে আসলো মুসল্লিরা।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দ্বিতীয় জানাজা শনিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় সংসদ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে কোনো আয়োজন ছিল না সংসদ ভবনে। বরং সংসদ সচিবালয় ব্যস্ত রয়েছে ঈদের জামাতের আয়োজন নিয়ে।

বিশিষ্ট এই রাজনীতিকের প্রয়ানে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু জানাজা আয়োজনকারী সংসদের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদে মুহিতের জানাজা সম্পর্কে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। এ কারণে তার জানাজা অনুষ্ঠিত হয়নি।

তবে সংসদের তিনটি গেট মনিপুরীপাড়া, মানিক মিয়া অ্যাভিনিউ ও আসাদগেটে জানাজার কথা শুনে অনেক মুসল্লি এসেছিলেন। তারা সাবেক অর্থমন্ত্রীর জানাজায় অংশ নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

মোহাম্মদপুর থেকে আসা সিলেটের অধিবাসী সামিউল হক দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে বলেন, সাবেক এই অর্থমন্ত্রীর ভক্ত আমি। তিনি আমার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ছিলেন। সরল এবং জ্ঞানী একজন লোক ছিলেন। তার জানাজায় অংশ নেওয়ার জন্য সংসদের গেটে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের ভেতরে ঢুকতে না দিয়ে বরং খারাপ ব্যবহার করে।

মহাখালী থেকে আসা নওশাদ আলী অভিযোগ করে গনমাধ্যমকে বলেন, রোজার মধ্যে এই ধরনের বিভ্রা”ন্তিকর তথ্য খুবই দুঃখজনক। সংবাদমাধ্যম আমাদের ভুল তথ্য দিয়েছে। মিরপুর থেকে আসা কবিরুল ইসলাম জানান, এরকম একজন ব্যক্তি সংসদে জানাজা পেলেন না এটা খুবই দুঃখজনক। তিনি আওয়ামী লীগের জন্য আজীবন কাজ করে গেছেন। অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অথচ তার জানাজা না হওয়াটা খুবই দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে সংসদের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদে সাবেক এই অর্থমন্ত্রীর জানাজা হবে এটা সংসদ থেকে জানানো হয়নি। আর এ ধরনের আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা নির্দেশনা পেলে প্রস্তুতি নিয়ে রাখতাম। আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সংবাদিকদের জানিয়েছেন, সংসদের অধিকাংশ স্টাফ এখন ছুটিতে। এই কারণে সেখানে সাবেক অর্থমন্ত্রীর নিথর দেহ নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

জানা যায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগের পর থেকেই বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের প্রয়ানে সংসদ ভবনে কোনো জানাজা অনুষ্ঠিত হচ্ছে না। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগের বিধিনিষেধ উঠে গেলেও জানাজা পেলেন না সাবেক এই অর্থমন্ত্রী। তবে ঈদুল ফিতরের জামাত উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। এজন্য এখন সংসদ চত্বরে ঢোকার বিষয়ে কড়াক”ড়ি আরোপ করা হয়েছে। ঈদের জামাত সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সংসদ সচিবালয়। কিন্তু ঈদের দিন আবার কাউকে ফেরত যেতে হয় কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকেই।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতো এমন একজন গুনী ব্যক্তিকে হারানো মানে দেশ সম্পদ হরালো। দেশের অর্থনীতিতে, রাজনীতে ও অন্যান্য আরো অনেক ক্ষেত্রে তার রয়েছে অপরিসীম ভূমিকা। তিনি ছিলেন দেশের একজন প্রবীন অবিভাবকও। তার প্রয়ানে সারা দেশ শোকের সাগরে ডুবে গেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2