avertisements 2

সরকারের বারোটা বাজাতে দু-চারজন পুলিশই যথেষ্ট: ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:০৩ পিএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটপাতের জন্য নিজের পার্টি অফিস ভেঙে দিয়েছেন। আর আপনারা তার (প্রধানমন্ত্রীর) নাম ব্যবহার করে মানুষের জায়গা দখল করছেন। সব দোষ সরকারের। সরকারের বারোটা বাজানোর জন্য আপনাদের মতো দু-চারজন পুলিশ অফিসারই যথেষ্ট। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে নাগরিক সমাবেশ এসে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, পুলিশ কীভাবে নিজেদের বদনাম কামায়? সরকারের কীভাবে বারোটা বাজায়? একটা বাচ্চাকে ধরে নিয়ে গেলো এখান থেকে। ১৩/১৪ বছরের বাচ্চাকে থানায় ভেতর ঢুকায় রাখলেন। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। আপনারা কী জানেন না ওয়ারেন্ট হলেও তো একটা শিশু বাচ্চাকে নিতে পারেন না। অনেক প্রসিডিউর মেইনটেইন করতে হয়।

আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করবো- আশ্চার্যের বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দেখলাম মিডিয়াতে আপনি নাকি বলেছেন, একটা সিদ্ধান্ত পুলিশের জায়গা রিপ্লেসের পর কাজ হবে। অথচ আপনার কথা না শুনে টানা কাজ করে যাচ্ছে। মানে একদিকে আপনি কথা বলছেন, আলোচনার পর সিদ্ধান্ত হবে; এখানে যে যার মতো করে কাজ করছে এবং থ্রেট দিচ্ছে।

সুমন আরও বলেন, মাঠ দখল করে এমন অবস্থা করছেন ফুটবলে আমরা সবচেয়ে তলানিতে চলে গেছি, ১৮৮ তে। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও এরা এখন শুনে না। আমি জানি না এরা কেন শুনে না। পাপের একটা সীমা আছে। সীমা লঙ্ঘন করা উচিত হবে না।

আমি আইজিপি বরাবর বলবো, আপনার তো সিভিক সেন্স অনেক স্ট্রং। আমি আপনাকে চিনি, আপনার পুলিশ যারা এ ধরনের কাজ করে তাদের কন্ট্রোল করেন। নইলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আপনারা কোনোদিন সফল হতে পারবেন না।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2