avertisements 2

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না: পরিবহন সচিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১১:৫৮ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

Text

ছবি: সংগৃহীত

ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ছে। ইতোমধ্যে ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহসহ বেশ কিছু সড়কে যানজট শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলছেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না।

রোববার (২৪ এপ্রিল) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পরিবহন সচিব বলেন, বিভিন্ন জায়গার সংস্কার কাজ শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে। আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। এ ছাড়া গুরুত্বপূর্ণ কিছু জায়গার সংস্কার চলছিল। এ কাজ পরে শেষ করার কথা থাকলেও ঈদের জন্য বিবেচনা করে আগেই শেষ করা হয়েছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। সেটা বিবেচনা করেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি বসানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকে সেটা মনিটরিং করা হবে বলে জানান নজরুল ইসলাম।

তিনি বলেন, যানজটের যে আশঙ্কা করা হচ্ছে আশা করছি সেটা অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। ঘরে ফিরতে মানুষের ভোগান্তি হবে না।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2