avertisements 2

আইকিউএয়ারের জরিপ

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪৫ পিএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম। এর আগের বছরও একই অবস্থানে ছিল বাংলাদেশ। তালিকায় দ্বিতীয় স্থানে আছে মধ্য আফ্রিকার দেশ চাদ। এবারই প্রথম আফ্রিকার দেশগুলোর উপাত্ত জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্বের ছয় হাজার ৪৭৫টি শহরে চালানো একটি জরিপে বায়ু দূষণের মাত্রা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সুইস প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘বিশুদ্ধ বায়ু মান’ অনুযায়ী গত বছর একটি দেশও পর্যাপ্ত বিশুদ্ধ বায়ু যোগান দিতে পারেনি। কোনো কোনো অঞ্চলে কভিড চলাকালীন বায়ুদূষণ হ্রাস পেলেও ফের ধোঁয়াশা পুঞ্জিভূত হচ্ছে অঞ্চলগুলোতে।

গত বছর বায়ুদূষণ সংক্রান্ত নীতিমালায় কিছুটা পরিবর্তন আনে হু। পরিবর্তিত নীতিমালা অনুসারে, পিএম২.৫ নামে পরিচিত ক্ষুদ্র এবং ঝুঁকিপূর্ণ বায়ুবাহিত কণার পরিমাণ বছরে গড়ে ৫ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটারের বেশি হওয়া উচিৎ নয়। কণাটির ঘনত্ব পরিমাণে কম হলেও তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বায়ুর দূষণ পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ড ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সংগৃহীত উপাত্ত অনুসারে, ২০২১ সালে জরিপে অংশ নেয়া শহরগুলোর মাত্র ৩ দশমিক ৪ শতাংশ এই মান পূরণ করতে পেরেছে। অন্যদিকে ৯৩টি শহরে পিএম২.৫-এর মাত্রা প্রস্তাবিত মাত্রার চেয়ে ১০ গুণ বেশি পাওয়া গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি শ্রোডার বলেন, দূষণ কমাতে অসংখ্য দেশ এখন বৃহৎ পদক্ষেপ গ্রহণ করছে। চীনে দূষণের মাত্রা খুব বেড়ে গিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ মাত্রা কমিয়ে আনতে তারা সক্ষম হয়েছে। বিশ্বে এমনও অনেক দেশ আছে যেখানে এ দূষণের পরিমাণ মারাত্মক খারাপের দিকে যাচ্ছে।

এদিকে জরিপের তথ্য অনুসারে, ২০২১ সালে ভারতের সামগ্রিক দূষণের মাত্রা আরো খারাপ হয়ে গিয়েছিল। গত বছরও বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় নয়া দিল্লির স্থান ছিল এক নম্বরে।

২০১৪ সাল থেকে দূষণের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে আসছে চীন। গত বছর পিএম২.৫ র‌্যাঙ্কিংয়ে দেশটির স্থান ছিল ২২তম, যা আগের বছর ছিল ১৪তম। আইকিউএয়ার জানায়, গত কয়েক বছরে দেশটিতে কণাটির গড় রিডিং খানিকটা উন্নত হয়ে ৩২ দশমিক ৫ মিলিগ্রাম হয়েছে।

চীনে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ঝিনজিয়াং প্রদেশের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হোতান। শহটির পিএম২.৫-এর গড় রিডিং ১০০ মিলিগ্রামেরও বেশি। তবে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় হোতানের অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে দুটি ভারতীয় শহর- ভিওয়াড়ি এবং গাজিয়াবাদ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2