আবারও স্কুলে যেতে ইচ্ছে করে : অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০২:৫৫ এএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাঙালি জাতির স্বপ্নসাধ পূরণের মাস অগ্নিঝরা মার্চ। এবারের মার্চের আলাদা তাৎপর্য রয়েছে। মুজিববর্ষ, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর এই মার্চ সারা বিশ্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে উন্নীত করেছে এক আলোকিত সম্রাজ্যে।
শতবর্ষ পার করছে কুমিল্লার লালমাই উপজেলার ঐহিত্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাগমারা উচ্চ বিদ্যালয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অনেক আলোকিত মানুষ ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শিক্ষার্থী ছিলেন। শনিবার দিনভর ঝমকালো আয়োজনের মধ্যদিয়ে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে যেন সেতুবন্ধন তৈরি হয়।
শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল। শনিবার বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এই স্কুলের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সে সময়ের দিনগুলো এখনো মনে পড়ে। আমার ইচ্ছে করছে আবারও স্কুলে ভর্তি হতে। ইচ্ছে করছে আবারও স্কুলে যেতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।