ইউক্রেনের পতাকা ওড়ালো ঢাকার ব্রিটিশ হাইকমিশন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫৯ পিএম, ১৯ নভেম্বর,
বুধবার,২০২৫
ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করে পতাকা উড়িয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। রোববার (২৭ ফেব্রুয়ারি) হাইকমিশন প্রাঙ্গণে এ পতাকা উড়ানো হয়। ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন রোববার এক টুইটার বার্তায় জানান, ঢাকার ব্রিটিশ হাইকমিশন রোববার বিনা উস্কানি ও অবৈধভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে ইউক্রেনের পতাকা উড়িয়েছে।
গত কয়েক মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতিতে শুরু থেকে কিয়েভকে সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য। এরইমধ্যে সম্প্রতি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে এক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। বরিস মস্কোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যখন হামলা হচ্ছে, তখন আমরা মুখ ফিরিয়ে থাকব না, থাকতে পারি না। এ ভাষণ দেওয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বরিস।





