avertisements 2

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমলো

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:৫৩ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

রোববার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৮৭ জন।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় ২৮ হাজার ৩১৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ২৮ হাজার ৯৭টি। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ এবং মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬২ শতাংশে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন, চট্টগ্রামে ৬ জন। অন্যান্য বিভাগে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৬৭৪ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এবং ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2