দেশে শনাক্তের হার দ্বিগুণ, যুক্তরাষ্ট্রে এক দিনে ১০ লাখ, পশ্চিমবঙ্গে কারফিউ!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:০০ এএম, ৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
বিশ্বজুড়ে আবারও ভয়ংকর রূপে ফিরে আসছে কোভিড-১৯। এবার সংক্রমণ বেশি হওয়ার অন্যতম প্রধান কারণ ওমিক্রন।
যুক্তরাষ্ট্রে গত ৩ জানুয়ারি ১০ লাখ মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, যা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। পাশের দেশ ভারতেও এখন আশঙ্কাজনক অবস্থা। পশ্চিমবঙ্গে কারফিউ চলছে। ভারতের প্রায় সব রাজ্যে দেওয়া হয়েছে বিধিনিষেধ। আর বাংলাদেশে গত এক সপ্তাহে শনাক্ত ও শনাক্তের হার বেড়েছে দ্বিগুণ।
বাংলাদেশে সবশেষ সংক্রমণ পরিস্থিতি কী? আবারও কি গত বছরের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে? কী ধরনের বিধিনিষেধ আসতে পারে? আমাদের করণীয় কী?





