avertisements 2

ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ,মেডিকেল শিক্ষক আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ ডিসেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০১:২৬ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়েরকৃত মামলায় সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে জিডি করেছেন তার ছাত্রী। উত্তরা পশ্চিম থানায় করা জিডিতে ছাত্রী অভিযোগ করেছেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে ক্ষতি হবে বলে অভিযুক্ত শিক্ষক ভয় দেখিয়েছেন বলেও দাবি ওই ছাত্রীর। অভিযুক্ত শিক্ষকের নাম ডা. সালাউদ্দিন চৌধুরী। তিনি হলি ফ্যামিলির ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক।

এ ঘটনায় জিডির পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী ২ জানুয়ারি কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। তবে ওই ছাত্রী অভিযোগ করেছেন, শুরুতে এ ঘটনায় অভিযোগ দিতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। বাধ্য হয়ে তিনি থানায় জিডি করলে ঘটনার প্রায় ১ বছর পর ওই অভিযোগ আমলে নেয় কলেজ কর্তৃপক্ষ।

জিডিতে ওই ছাত্রী বলেছেন, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন ডা. সালাউদ্দিন। এতে রাজি না হওয়ায় তাকে ফেল করিয়ে একই শিক্ষাবর্ষে আটকে রাখার হুমকিও দেন। তাতেও কাজ না হওয়ায় কলেজে বিভিন্নভাবে ডেকে আলাদাভাবে দেখা করতে বলতেন ওই শিক্ষক। টিউশন পড়ানোর নামে ২ দফায় ২০ হাজার টাকাও নিয়েছেন তিনি। টিউশন পড়তে বারবার বাসায় যেতে বলেছেন। কোনো কিছুতেই রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে দিনের পর দিন ভয়ভীতি দেখান এবং হুমকি দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2