avertisements 2

দেশে আরো ৩ ওমিক্রন রোগী শনাক্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ ডিসেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০৪:১৩ পিএম, ১২ মে,রবিবার,২০২৪

Text

জিআইএসএআইডির ওয়েবসাইটে জানানো হয়, বুধবার দিবাগত রাতে বাংলাদেশের আরও তিনজনের শরী‌রে ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য জমা পড়েছে। নমুনাগুলোর জিনোম সিকোয়েন্স করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)।

দেশে আরও তিনজনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট ওমিক্রনে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাতজনে।

ভাইরাসের জিনোম সিকোয়েন্সের ডেটা সংরক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়, বুধবার দিবাগত রাতে বাংলাদেশের আরও তিনজনের শরী‌রে ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য জমা পড়েছে। নমুনাগুলোর জিনোম সিকোয়েন্স করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)।

ওমিক্রনে শনাক্ত হওয়া নতুন তিনজনই ঢাকা বিভাগের। জিআইএসএআইডি ওয়েবসাইটে গত সোমবার জানানো হয়েছিল, দেশে আরও একজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরনটি দেশের আরও দুজনের শরীরে শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাংলাদেশে প্রথম ওমিক্রন শনাক্তের তথ্য দেয়া হয় ১১ ডিসেম্বর। জিম্বাবুয়ে সফর করে আসা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে করোনার এই ধরন শনাক্ত হয়। তারা বর্তমানে সুস্থ আছেন। সে হিসেবে দেশে বর্তমানে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচজন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2