গোলাম রাব্বানীকে ভোটকেন্দ্রে কুপিয়ে জখম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৫০ পিএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপ’ক্ষের হাম’লায় আহ’ত হয়েছেন ছাত্রলী’গের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রোববার বিকাল ৩টার দিকে মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাম’লার শি’কার হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্র’তিদ্ব’ন্দ্বিতা করেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চা’লিয়ে যাচ্ছে। রোববার ভোটগ্রহণ চলাকালীন ৭নং ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কে’টে নেয়ার চেষ্টা করছে।
এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলে মোশারফ মোল্লার ছেলে তার উপর চ’ড়াও হয়। এক পর্যায়ে গোলাম রাব্বানীকে ছু’রি গিয়ে কো’প দেয়। এ সময় রাব্বানী ফি’রাতে গেলে তার ডান হাতের দুইটি আ’ঙ্গুল কে’টে যায়। পরে ধাওয়া পা’ল্টা ধা’ওয়ার ঘটনা ঘটে। বি’ক্ষু’ব্ধ ঘটনায় উভয় পক্ষের আরও ৫ জন আ’হত হয়।
পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহ’তদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ বলছে লি’খিত দিলে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

হঠাৎ কোটা ব্যবস্থা নিয়ে ফেসবুকে আসিফ নজরুলের পোষ্ট

এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী, লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতির

আল জাজিরার প্রতিবেদন: হাসিনার পতনে ভূমিকা রাখা র্যাপ-মিম কি নতুন রাজনৈতিক আবহের জন্ম দিচ্ছে?
