কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফ
খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১২:২১ পিএম, ১৯ এপ্রিল,শনিবার,২০২৫

চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ছবি সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে এ ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বাংলাদেশের যেকোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। তিনি তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বিদেশে পাঠাতে পারেন। বিদেশ থেকে চিকিৎসকও আনতে পারেন। কিন্তু যেহেতু তিনি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাই বর্তমান অবস্থায় তার বিদেশ যাওয়ার সুযোগ নেই।