খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন: ফখরুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:২৮ পিএম, ১৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

সরকারের ইচ্ছা নেই যে বেগম খালেদা জিয়া বেঁচে থাকুক। এজন্যই তাকে উন্নত চিকিৎসার জন্য সুযোগ দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলীয় প্রধানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। একটি অসৎ মহল ভিত্তিহীন সব গুজব ছাড়াচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুখ দিয়ে রক্তপাত হচ্ছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক ব্রিফিংয়ে এমন তথ্য দেন তিনি।
প্রসঙ্গত, ১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরদিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। এর আগে জরুরি এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানিয়েছিলেন, বিএনপি নেত্রী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কেউ ভোট দিতে পারবেন না

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা
