avertisements 2

ব্যারিস্টার হওয়া হলোনা ফাহাদের

ব্যারিস্টার হওয়া হলোনা ফাহাদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০২:৩০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

যুক্তরাজ্যের স্কটল্যান্ডে এক বাংলাদেশি শেফ খুনের পর পর এবার ব্রিস্টলে খুন হলেন এক বাংলাদেশি ছাত্র ফাহাদ। খুন হওয়া ২৭ বছর বয়সী ফাহাদ ব্যারিস্টারি পড়ছিলেন।

গত শনিবার ব্রিস্টলের একটি বাড়িতে দুটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। যার একজন, ফাহাদ হোসেন প্রামাণিক বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। অন্যজন ৫৬ বছর বয়সী ড্যানজিল ম্যাকেনজি। এভন ও সমারসেট পুলিশ জানিয়েছে এই ডাবল মার্ডারের অভিযোগে ২১ বছর বয়সী ভ্যালেন্টাইন্স ববস ও ৪৫ বছরের জ্যাকব চিয়ারস নামে দুইজনকে আটক করেছে তারা।

যদি ও এখনো এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ডের ছাত্র ছিলেন নিহত ফাহাদ হোসেন প্রামাণিক।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রদের সোসাইটি জানিয়েছে, ফাহাদ আর ব্রিস্টলে থাকতেন না। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে বসবাস করতেন। কেন কী কারণে ব্রিস্টলে গিয়েছিলেন, সেটিও তাদের জানা নাই। সহপাঠীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবীতে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন তারা।

নিহত ফাহাদ বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2