avertisements 2

লকডাউনে যারা, যেভাবে পাবেন ‘মুভমেন্ট পাস’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৪:১৪ পিএম, ১৮ সেপ্টেম্বর, বুধবার,২০২৪

Text

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাতদিনের জন্য সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

এই লকডাউনের সময় জরুরি বাইরে যাওয়ার প্রয়োজন হলে পুলিশের কাছ থেকে 'মুভমেন্ট পাস' নিতে হবে। পাস ছাড়া কাউকে বাইরে বের হতে দেবে না পুলিশ। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।

এবারের লকডাউন কার্যকর করতে অনেক বেশি কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে এ সময়ে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার দরকার পড়লে অবশ্যই ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। মুভমেন্ট পাসের বিষয়ে আজ শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

যেভাবে পাওয়া যাবে 'মুভমেন্ট পাস'

movementpass.police.gov.bd এর ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্দিষ্ট সময়ের জন্য পাস সংগ্রহ করতে পারবেন যে কেউ। তবে প্রতিটি পাস একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ যাওয়া-আসার জন্য আলাদা আলাদা পাস সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, যার জন্য পাসটি দরকার সেই ব্যক্তির নাম, মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স, যে স্থানে যাচ্ছেন সে জায়গার নাম, যেখান থেকে যাবেন সেই স্থানের নাম ও যাত্রার কারণ ইত্যাদি তথ্য পূরণ করে উল্লেখিত লিংকে আবেদনের পর পুলিশ অনলাইনে কিউআর কোড স্ক্যানারসহ একটি পাস ইস্যু করবে। এই কোডটি স্ক্যান করেই চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আবেদনকারীর তথ্য ও যাত্রার কারণ নিশ্চিত করবেন।

তবে চলাচলের পাস প্রদানের জন্য একটি বিশেষ অ্যাপও চালু করছে পুলিশ। যেটি ব্যবহার করে জরুরি প্রয়োজনে পাস পাবেন যেকোনো ব্যক্তি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2