দুই যাত্রী নিয়ে কাতারের উদ্দেশে উড্ডয়ন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১৮ পিএম, ১২ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৮:৩৮ এএম, ১৫ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

সম্পতি মাত্র দুইজন যাত্রী নিয়ে লোকসান দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাতারের উদ্দেশে ছেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ঝড় ওঠে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত সোমবার (৭ সেপ্টেম্বর) লেবাননে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনতে ঢাকা-দোহা-বৈরুত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করে। ঢাকা-দোহা ফ্লাইটে মূলত কার্গো এবং বৈরুত-ঢাকা ফ্লাইটে যাত্রী পরিবহন করা হয়েছে।
‘বিশেষ অনুমতিতে দুইজন যাত্রী ও ৩১ হাজার ১৩৬ কেজি কার্গোসহ ঢাকা থেকে দোহার উদ্দেশে রওনা করে বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৪০২৫। ফেরার পথে বৈরুত থেকে ৪০৮ জন যাত্রীসহ বিজি-৪০২৬ ঢাকায় পৌঁছায়।’
বিমান বোয়িং-৭৭৭ এর মাধ্যমে আটকেপড়া বাংলাদেশিদের বৈরুত থেকে ঢাকায় আনার জন্য এটি ষষ্ঠ ফ্লাইট ছিল বলেও জানিয়েছে বিমান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা

ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বিষয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা
