লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০২:১৭ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার (৮ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) তাঁকে ভর্তি করানো হয়। এখন তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার জানান, হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে বেগম জিয়াকে ভর্তি করা হয়। পরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের টার্মিনালে বাংলাদেশের সাবেক এ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। সেখানে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হয়। তখন সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। পরে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যান।
এর আগে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে লন্ডন যাত্রা করেন খালেদা জিয়া। কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর লন্ডনের উদ্দেশে রওনা হয়। এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে জানান খালেদা জিয়ার সঙ্গে থাকা তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিতে গিয়েছিলেন ৭৯ বছর বয়সি খালেদা জিয়া। তখন চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।