avertisements 2

সেনাবাহিনীর অভিযান নিয়ে যা জানালেন মায়ের ডাকের তুলি ও পরিবার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ অক্টোবর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৬:১১ এএম, ১০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪

Text

গুম হওয়া পরিবারের সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলির শাহীনবাগের বাসায় আজ সোমবার বেলা আড়াইটার সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালান। এ সময় তার বড় ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে বিকেল ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। খবর পেয়ে ঘুমের শিকার অন্যান্য পরিবারের সদস্যরা মায়ের ডাকের কার্যালয় ছুটে আসেন।

এদিকে তুলির বাসা এবং পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ক্যামেরা থেকে দেখা যায়, সেনাবাহিনীর একটি দল তুলিদের বাসায় আড়াইটা থেকে দুই ঘণ্টা মতো সময় অবস্থান করে। আরেকটা সিসিটিভি ফুটেছে দেখা যায়, অস্ত্র বহনকারী সেনাবাহিনীর সদস্যরা বাসার ভেতরে তল্লাশি করছে।

আফরুজা ইসলাম আখি জানান, তাদের জিজ্ঞেস করা হলেও কেন শ্যামলকে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তারা বলেননি। বাড়ির লোকদের এমনকি শিশুদেরও অস্ত্রের মুখে জিমি করে রাখার অভিযোগ করেন আখি।

পরিবারের সদস্য সানিয়া জানান, একসঙ্গে প্রায় ৩০ থেকে ৩৫ জন আর্মি সদস্য বাসার ভিতরে ঢুকে সানজিদা ইসলাম তুলি এবং শ্যামলকে খোঁজ করতে থাকেন। তারা প্রতিটি রুমে যান। আর নিচ থেকে তুলির মাকে দোতালায় নিয়ে যান। সানিয়া বলেন, আমরা খুব ভয় পাচ্ছিলাম। দুর্ব্যবহার করছিল। আমাদের সঙ্গে খুবই বাজে ধরনের গালি দিচ্ছিল।

সানজিদা ইসলাম তুলি বলেন, আমার ভাইকে খুঁজতে এসে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দুর্ব্যবহার করে। আমার ভাইকে নিয়ে অস্ত্র আছে এমন মর্মে মুচলেকা গ্রহণ করতে চান। আমার ভাই তা প্রত্যাখ্যান করেছে। পরে মেজর নাসের এসে তাকে ফেরত দিয়ে যান। তুলি বলেন, তারা এখনো বুঝতে পারছেন না ঠিক, কেন এবং কীভাবে এই ঘটনাটি ঘটেছে।

তুলি জানান, মাসব্যাপী গুমের ওপরে যে আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী হয়েছে আজকে তার সমাপনী ছিল।

তুলির পরিবারের সদস্যরা বলেন, আমরা বিষয়টি নিয়ে খুবই আতঙ্কিত। আমরা চাই কেন এবং এটা কারা করেছে তার নিরপেক্ষ তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা হোক। আমরা মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর কাছে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চাই। 

স্থানীয়রা বলছেন, ছোটোভাই সাজেদুল ইসলাম সুমন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শ্যামল কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। সুমন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার সময় এলাকায় এই পরিবারের ব্যাপক আধিপত্য ছিল।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2