ঘূর্ণিঝড় ‘মোকা’ মূল আঘাত হানতে পারে মিয়ানমার, ভারত না বাংলাদেশে?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মে,শনিবার,২০২৩ | আপডেট: ০১:৪৪ এএম, ১৫ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোকা’? কখন আছড়ে পড়তে চলেছে? শুধুই কি ঘূর্ণিঝড়, নাকি অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়বে? এ রকম হাজারো প্রশ্ন এখন আমজনতার মনে উঁকি মারছে। ‘মোকা’র ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তিত ভারতের চার রাজ্য পশ্চিমবঙ্গই, ওড়িষ্যা, তামিলনাড়ুই ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা।
ভারতের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ৬ মে। তার প্রভাবে ওই একই অঞ্চলে ৭ মে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। তারও পর সেটি ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই গভীর নিম্নচাপটি এরপর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটি উত্তর দিক বরাবর অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই সেটির নাম হবে ‘মোকা’।
ভারতের আবহাওয়া অফিস ‘মৌসুম ভবনের’ ‘মডেল অ্যানালাইসিস’ বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড়টি ৮ মে’র পর প্রবল থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পর সেটি বাংলাদেশ কিংবা মিয়ানমার উপকূলে ১২ অথবা ১৩ মে আঘাত হানতে পারে।
তবে এটাই যে ‘মোকা’ চূড়ান্ত গতিপথ, এমনটা অবশ্য বলছেন না মৌসুম ভবনের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, যতক্ষণ না নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন পথে এগোবে ‘মোকা’, কোথায়ই বা আছড়ে পড়বে! তবে যেকোনো মুহূর্তেই এই ঝড় মিয়ানমার থেকে পশ্চিমবঙ্গসহ ওড়িষ্যার মধ্যে যেকোনো উপকূলে আছড়ে পড়তে পারে।
আবহাওয়ার আন্তর্জাতিক মডেল বলছে, চূড়ান্তভাবে উত্তর দিকে ঘোরার আগে এই ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। এমনটা যদি হয়, সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূল বরাবর এগোবে এবং ১১ মে গতিপথ বদলাবে। উত্তর ও উত্তর-পূর্ব দিক বরাবর এগোনোর সময় আরো বেশ শক্তিশালী হবে এই ঝড়। সেক্ষেত্রে প্রবল ঘূর্ণিঝড় রূপ নেবে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে। সেটি আঘাত হানতে পারে বাংলদেশের দক্ষিণ-পূর্ব উপকূল অথবা মিয়ানমারে। যদি এই দুই জায়গায় আছড়ে না পড়ে, তা হলে ওড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গে ‘মোকা’র আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কেউ ভোট দিতে পারবেন না

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা
