মেট্রোরেলে ঢিল ছোড়া ভবনটি, সিসি ক্যামেরায় শনাক্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মে,শনিবার,২০২৩ | আপডেট: ০২:২৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকার যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছে সেটি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক। তিনি বলেছেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঢিল ছোড়া ভবনটি চিহ্নিত করা হয়েছে।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন। এমএএন সিদ্দিক জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যে ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে, সেটি চিহ্নিত করা হয়েছে। যে বা যারাই ঢিল ছুড়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কাজীপাড়া-শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে পৌঁছালে পার্শ্ববর্তী কোনো একটি ভবন থেকে মেট্রোরেলের দিকে ঢিল ছুড়ে মারে দুষ্কৃতকারীরা। ঢিলটি মেট্রোরেলের জানালায় আঘাত হানলে কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই ওই ভবনটিকে শনাক্তের চেষ্টা চলছিল।
এর আগে এ বিষয়ে ডিএমটিসিএলের এমডি জানিয়েছিলেন, বহুতল ভবন থেকে মেট্রোরেলের দিকে ঢিল ছোড়ার ঘটনা প্রায়ই ঘটছে। এ নিয়ে একটি চক্র তৈরি হয়েছে। এ চক্রকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।