avertisements 2

নিউ সুপার মার্কেটে আগুন

‘আমার সব শেষ ভাই, আমি ফকির!’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ এপ্রিল,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:৩৫ এএম, ১৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৪

Text

"সব টাকা আমার ক্যাশে ভাই। ভাই আমি এক টাহাও লইয়া বাইর হই নাই, আমার সব শেষ ভাই। ভাই আমি ফকির ভাই, ভাই আমি ফকির। আমি টাহা বাইরে নেই নাই, সব ক্যাশে রাখছিলাম, আমি কি করুম ভাই।" এভাবেই চিৎকার করে করে কথাগুলো বলছেন ঢাকার নিউ মার্কেটের এক ব্যবসায়ী। নিউ সুপার মার্কেটে লাগা আগুনে ব্যবসায়িদের চোঁখের সামনেই পুড়ে যাচ্ছে কোটি কোটি টাকার স্বপ্ন।

চলতি মাসেই বঙ্গবাজার ও নবাবপুরের পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার নিউ সুপার মার্কেট ভবনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের তীব্রতায় তারা ভেতরে যেতে পারছেন না। ইতোমধ্যে আগুন নেভাতে গিয়ে কয়েকজন ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েছেন। তবে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন আগুন নেভানোর।

নিউ মার্কেটে একদিকে চলছে দমকল বাহিনির (ফায়ার সার্ভিস) আগুন নেভানোর কাজ অন্যদিকে ব্যবসায়ীরা চেষ্টা করছেন তাদের মালামাল সরিয়ে আনার জন্য। তবে আগুনের কুণ্ডলী ও ধোয়ায় ছেয়ে যাচ্ছে পুরো নিউ মার্কেট। ব্যবসায়ীদের দাবি মার্কেটটিতে এক হাজারের অধিক দোকান রয়েছে।

নিউ মার্কেটের আরেক ব্যবসায়ী বলেন, "বাই (ভাই) আমার সব কিছু পুইড়া যাইতাছে। আমি কি করুম। আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই বাই (ভাই)। গত সপ্তাহে আমি ২০ লাখ টাহার মাল উডাইছি। শাডের (শার্ট) দোকান ছিল আমার। আমি এই বছরই নিছি দোকানডা। আমার যত চালান আছিলো সব আমি ঢুকাইছি। ভোড় ৬টায় দিকে খবর পাইয়া চইলা আইছি।  আমি শুক্রবারও মাল ঢুকাইছি। খালি ধোয়া আর ধোয়া ভিতরে সব অন্ধকার।"

অনেক আগে থেকেই নিউ সুপার মার্কেট আগুনের ঝুকিতে ছিল। মার্কেটে থাকা ব্যবসায়ীরা বিভিন্ন দেনা থাকায় মানবিক চিন্তা করে ভবনটি ভাঙা হয়নি বলে জানা যায়। ভবনটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য বৈদ্যুতিক তার। অতিরিক্ত বিদ্যুৎ সংযোগও ছিল সেখানে। এমনকি ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও।

ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী বলেন, ‘লক্ষ লক্ষ টাকা মানুষের শেষ। সকাল বেলা সেহরি করার পর একজনে ফোন দিয়া কয় আমাগো সব দোকান পুড়তাছে। আমি বাইক নিয়া আইসা দেহি আগুনে সব দোকান পুড়তাছে। আমার ৫কোটি টাকার মত মালামাল আছিলো। কিচ্ছু বাইর করতে পারলাম না। মার্কেট এইটা ভাঙ্গার কথা ছিল, ভাইঙ্গা আবার নতুন ভবন উঠানোর কথা আছিল।’

জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মার্কেটটিতে আগুন লাগে। ধিরে ধিরে এই আগুন ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহায়তা করছে সেনা, নৌ ও বিমানবাহিনী। আগুন নিয়ন্ত্রণে সহযোগীতা করছে ১০প্লাটুন বিজিবি। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2