ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ এপ্রিল,
বুধবার,২০২৩ | আপডেট: ১১:০৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ বীর মুক্তিযোদ্ধাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিকিৎসকদের বরাত দিয়ে এ কথা জানান।
গুরুতর অসুস্থ অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গত বুধবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী। তাকে উদ্ধৃত করে জাহাঙ্গীর আলম সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানান। গতকাল রাত সাড়ে ৮টায় পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লাইফ সাপোর্ট দেয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা উন্নতির জন্য চিকিৎসাসেবা চলছে। রাত ৮টা পর্যন্ত ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল। গণস্বাস্থ্য পরিবার তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন ৮১ বছর বয়সী ডা. জাফরুল্লাহ চৌধুরী। ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ। কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে দুদিন ধরে বিশেষ কিছু ওষুধ দেয়া হচ্ছে তাকে। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী জানিয়েছিলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের রাখা হয়েছে।