রোজায় ১০০ টাকায় খেজুর, ৫০ টাকায় ছোলা দেবে টিসিবি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০২:১৫ পিএম, ১৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে পারে রোজা। এর আগে ৯ মার্চ থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষদের জন্য পণ্য বিপণন শুরু হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, রোজায় প্রতি কেজি ১০০ টাকায় খেজুর দেওয়া হবে ঢাকা শহর অঞ্চলের কার্ডধারীদের। এছাড়া সারা দেশে নির্ধারিত ১ কোটি কার্ডধারীকে ৫০ টাকা কেজিতে ছোলা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান উপলক্ষে দেশব্যাপী টিসিবির এক কোটি নিম্নআয়ের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকের মধ্যে দুই পর্বে পণ্য বিপণন করা হবে। প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, কেজি ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, লিটার ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, কেজি ৫০ টাকা দরে এক কেজি ছোলা বিক্রি হবে। ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কেউ ভোট দিতে পারবেন না

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা
