avertisements 2

করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১১:১১ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

Text

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক আবারো করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার ৪৪ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুকে এড. জুনাইদ আহমেদ পলক লিখেছেন, 'আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।'

তিনি আরও লিখেছেন, 'গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।' উল্লেখ্য এর আগে গত বছর ৯ জানুয়ারি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক তার দুই ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2