যেসব শর্তে ৫০ টাকায় মিরপুর টেস্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৪২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শনিবার হোম গ্রাউন্ড অব ক্রিকেট খ্যাত ঢাকার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা।
ম্যাচের জন্য ন্যুনতম টিকেট ধার্য করা হয়েছে ৫০ টাকা। স্টেডিয়ামের পূর্বদিক থেকে খেলা দেখা যাবে ৫০ টাকা টিকেটে। উত্তর ও দক্ষিণ গ্যালারি থেকে খেলা দেখতে টিকেটের মূল্য ধরা হয়েছে এক শ' টাকা। অন্যদিকে ক্লাব হাউজে দুই শ' টাকা, ভিআইপি স্ট্যান্ড তিন শ' টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম পাঁচ শ' টাকা নির্ধারিত হয়েছে।
টিকেট কিনতে সরাসরি যোগাযোগ করতে হবে মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকেট বিক্রি। টিকেট থাকা সাপেক্ষে ম্যাচের দিনও বুথে তা পাওয়া যাবে।
আগের সবগুলো ম্যাচের মতো এই ম্যাচেও একই শর্ত প্রযোজ্য। ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে কেবল দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকরাই মাঠে ঢুকে খেলা দেখতে পারবেন। মাঠে প্রবেশের সময় টিকার সনদ দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের সনদ লাগবে না।