মাহমুদউল্লাহর অবসর নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য
মাহমুদউল্লাহর অবসর নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ১১:৩৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
হুট করেই এল খবরটা। মাহমুদউল্লাহ নাকি আর টেস্ট খেলবেন না। এমন কথা তিনি হারারেতে ড্রেসিংরুমে জানিয়ে দিয়েছেন সতীর্থদের। চলমান এই টেস্টই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এ নিয়ে রিপোর্ট করেছে ক্রিকইনফো। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন ভিন্ন কথা। তার মতে, মাহমুদউল্লাহ তাকে লিখিত দিয়েছে যে তিনি টেস্ট খেলবেন। সব মিলিয়ে মাহমুদউল্লাহর অবসর নিয়ে চলছে নানা কথা। আলোচনা-সমালোচনা।
দলের ভেতরের খবর, এটা নাকি ক্ষোভ থেকেই সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ। পাকিস্তানের বিপক্ষে গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত রাওয়ালপিন্ডি টেস্টের পর টেস্ট দল থেকে বাদ দেয়া হয় তাকে। তাকে সাদা বলে মনোযোগ দিতে বলেছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। এর ১৬ মাস পর জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে ফিরেন তিনি।
খেলেন ক্যারিয়ারসেরা ১৫০ রানের ইনিংস। তিনি প্রমাণ করেছেন তিনি টেস্টের জন্য ফিট। প্রমাণ যেহেতু হয়ে গেছে, এখন বিদায়ের পালা। এমনটাই রিয়াদের ভাষ্য।
সতীর্থদের মাহমুদউল্লাহ বলেছেন, ক্যারিয়ারসেরা এ ইনিংসই নাকি সিদ্ধান্ত নেয়ার কাজটা সহজ করে দিয়েছে। টেস্ট ক্রিকেটটা যে তিনি খেলতে পারেন, সেটাই নাকি সবাইকে জানিয়ে দিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহর এক সতীর্থ নাম প্রকাশ না করার শর্তে বলেছে, ‘তিনি যে টেস্ট ক্রিকেটটা খেলতে পারেন, এটাই নাকি দেখিয়ে দিতে চেয়েছিলেন। এখন আর তিনি টেস্ট খেলতে চান না। এ কথা শুনে দলের সবাই খুব অবাক হয়ে যায়। আসলে কেউই জানত না তিনি এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। গত তিন রাত নাকি তিনি ঘুমাতে পারেননি।’
টেস্ট চলাকালে ড্রেসিংরুমে তার এমন কাণ্ড পছন্দ হয়নি বিসিবি সভাপতি নাজমুল হাসানের। মাহমুদউল্লাহর এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’বলেও মন্তব্য করেছেন তিনি। কারণ, মাহমুদউল্লাহ আগেই বিসিবিকে জানিয়েছিলেন, তিনি তিন সংস্করণের ক্রিকেটেই খেলতে চান এবং সে কারণেই শেষ মুহূর্তে তাকে জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে নেয়া হয়।
বিসিবির এক কর্মকর্তা এ ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, ‘এটা যদি হয়, তাহলে খুবই খারাপ হবে। কারণ, তাকে টেস্ট খেলাতে অনেক কিছুই করতে হয়েছে আমাদের। তাকে নিয়ে কোচের চাওয়া না–চাওয়ার ব্যাপার ছিল। কিন্তু আমরা চেষ্টা করেছি। এখন সে যদি শুধু নিজেরটাই ভাবে, তাহলে বিষয়টি ভালো দেখায় না।’