বিয়ে করলেন ক্রিকেটার জাকির হাসান, কনে ঢাবি শিক্ষার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ফেব্রুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ০৪:২৯ এএম, ৩০ আগস্ট,শনিবার,২০২৫

বিয়ে করেছেন ক্রিকেটার জাকির হাসান। এর মধ্য দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার।
জানা গেছে, নববধূ সারাহ নুসরাত অদ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জাকিরের জীবনের এই বিশেষ মুহূর্তে তার জাতীয় দলের সতীর্থরাও পাশে ছিলেন। বিয়েতে উপস্থিত ছিলেন ওপেনার নাঈম শেখ ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবসহ আরও কয়েকজন ক্রিকেটার।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানান তারা। আফিফ ফেসবুকে লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’
তবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জাকির। কারণ আজ থেকেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল। এবারের আসরে তিনি খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে।
সম্প্রতি বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৮৯ রান করেন জাকির হাসান।