avertisements 2

দুইশ’র আগেই শেষ অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ০৭:৩৮ পিএম, ২৯ এপ্রিল,সোমবার,২০২৪

Text

শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছিলেন ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ। স্পিনাররা আক্রমণে আসতেই পাল্টে গেল ম্যাচের চিত্র। রবীন্দ্র জাদেজা-কুলদীপ যাদবদের সামলাতেই পারলো না অস্ট্রেলিয়া। বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দুইশ’র আগেই আটকে দিল ভারত।

ত্রয়োদশ বিশ্বকাপ আসরের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে রোববার টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া।

টার্ন ও বাউন্সি উইকেটে রান পেতে রীতিমত লড়াই করতে হয়েছে ব্যাটারদের। উইকেটের দেখা পেয়েছেন বোলারদের প্রত্যেকেই। স্পিনারদের করা ৩০ ওভারে ১০৪ রান নিতে গিয়ে ৬ উইকেট হারাতে হয়েছে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে। ১০ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন জাদেজা। ৪২ রানে দুটি শিকার ধরেন কুলদিপ। ৩৪ রানে ১টি নেন আশ্বিন। বুমরাহ ৩৫ রানে নেন ২টি।

অস্ট্রেলিয়ার ফিফটি ইনিংস নেই একটিও। সর্বোচ্চ ৪৬ রান স্মিথের। ওয়ার্নার করেন ৪১। এছাড়া ত্রিশোর্ধো ইনিংস নেই একটিও। অজিদের সংগ্রহ দুইশ’র কাছাকাছি যায় শেষ তিন উইকেট থেকে পাওয়া ৫৯ রানের কল্যাণে।

দলীয় ৫ রানে তৃতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর বলে কট বিহাইন্ড হন মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে ৮৫ বলে ৬৯ রানের জুটি গড়েন ওয়ার্নার আর স্মিথ। কুলদিপকে ফিরতি ক্যাচ দিয়ে শেষ হয় ওয়ার্নারের ৫২ বলে ৪১ রানের লড়াই।

এরপর খোলসবন্দী হয়ে যায় অজিরা। তাতে আরও চেপে বসে ভারতীয় স্পিনাররা। জাদেজার লাফিয়ে ওঠা বলে বোল্ড হয়ে যান স্মিথ। এসময় নিজেকে যেন বিশ্বাস করতে পারছিলেন না এই অভিজ্ঞ ব্যাটার। থামে মার্নাস লাবুশেনের সাথে তার ৬৪ বলে ৩৬ রানের জুটি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2