avertisements 2

আমাকে গালি দিলেও দলের সঙ্গেই থাকব: মাশরাফি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ অক্টোবর,সোমবার,২০২৩ | আপডেট: ১০:২৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

মাশরাফি বিন মুর্তজা (ফাইল ছবি)

বৃহস্পতিবার থেকে ভারতে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে ৯টি দল এখন অবস্থান করছে ভারতে।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। তার আগে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। প্রথম প্রস্তুতি ম্যাচে তারা শ্রীলংকাকে হারায়।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় মাশরাফি বলেন, বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলবে আমি এই আশা করি। যদি খুব খারাপও করে তারপরও আমি স্ট্রংলি দলের পাশে দাঁড়াব।

তিনি আরও বলেন, বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করলে আমাদের ক্রিকেট শেষ হয়ে যাবে না। কারণ বিশ্বকাপ খুব সহজ না। এখানে সবাই ভালো খেলার জন্যই এসেছে। দল খারাপ করলে আপনারা হয়তো আমাকে গালি দিতে পারেন, তারপরও আমি দলের সঙ্গেই থাকব। 


 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2