avertisements 2

বিশ্বকাপে ‘বুড়ো’ খেলোয়ার তালিকায় আছেন যারা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ অক্টোবর,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:১১ এএম, ২ মার্চ,শনিবার,২০২৪

Text

মাহমুদউল্লাহ রিয়াদ-মোহাম্মদ নবি-রবিচন্দ্রন অশ্বিন

বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে বৃহস্পতিবার। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটের বৈশ্বিক আসর। 

এবারের বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। আসরে অংশ নিতে অংশগ্রহণকারী দলগুলো অবস্থান করছে ভারতে। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে দলগুলো। 

এবারের বিশ্বকাপে সুযোগ পাওয়া সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। 

বিশ্বকাপের আগে তাকে দলে নেওয়া নিয়ে চলে নানা গুঞ্জন। সব গুঞ্জন শেষে সৌভাগ্যক্রমে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে ভারত সফরে গেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বেশি ৩৯ বছর ১৫০ দিন বয়সি ক্রিকেটার হলেন নেদারল্যান্ডসের তারকা ক্রিকেটার ওয়েসলি বারেসি। নেদারল্যান্ডসের আরেক ক্রিকেটার রোওলফ ভ্যান ডার মেরু, তিনি ৩৮ বছর ২৭৩ দিন বয়সে বিশ্বকাপ খেলবেন। 

এ তালিকায় তৃতীয় পজিশনে আছেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের সাবেক এই অধিনায়কের বয়স ৩৮ বছর ২৭২ দিন। 

বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের বয়স ৩৭ বছর ২৩৮ দিন। আর ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের বয়স ৩৭ বছর ১৩ দিন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2