avertisements 2

১০ হাজার আন্তর্জাতিক রানের কীর্তি অর্জন রিয়াদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ১০:২৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

১০ হাজার আন্তর্জাতিক রান করেছেন মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত 

চতুর্থ বাংলাদেশি হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান করার কীর্তি গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। 

কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে ক্যারিয়ারের ৪ হাজার ৯৫০ রান করেছিলেন রিয়াদ। ওখানেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু এশিয়া কাপে আফিফ-শামীমদের বাজে পারফরম্যান্সের কারণে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিয়াদ। 

ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নামার আগে তিন ফরম্যাটে তার রান ছিল ৯ হাজার ৯৮৬। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ১৪ রান করতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান হয় তার। রিয়াদ ওয়ানডে ফরম্যাটে পাঁচ হাজার রান করারও খুব কাছে আছে। 

রিয়াদ টেস্টে দেশের হয়ে ২ হাজার ৯১৪ রান করেছেন। টি-২০ ফরম্যাটে ২ হাজার ১২২ রান এসেছে তার ব্যাট থেকে। তার আগে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। 
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2