avertisements 2

সব দায়িত্ব আমার একার না: সাকিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ১১:০০ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতি নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানও বিভিন্ন জায়গায় ফাইনাল খেলার কথা জানিয়েছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। সাকিব আল হাসানের দল পুরা টুর্নামেন্টেই ছন্নছাড়া ক্রিকেট খেলেছে। এমন ব্যর্থতার দায় সাকিব একা নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন গণমাধ্যমকে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সাকিব ছিলেন আক্রমণাত্মক মেজাজে। প্রশ্ন নিজের মন মতো না হলেই করেছেন পাল্টা প্রশ্ন। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে নিজে যেচে গিয়ে একের পর এক প্রশ্ন নিয়েছেন, দিয়েছেন খোলামেলা উত্তর। ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে।’

শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সাকিব জানিয়েছিলেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তার নিজের পারফরম্যান্স দিয়ে ভালো কিছু অসম্ভব, ‘আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’

ভারতের সঙ্গে ম্যাচে লক্ষ্য নিয়ে জানতে চাইলে সাকিব পাল্টা জিজ্ঞেস করেন, ‘আপনি নামলে কী করতেন? নামার আগে? (অবশ্যই জেতার চেষ্টা করতাম)।’ তারপর সাকিব বলেন, ‘আমরাও সেটা চেষ্টা করছি।’

এর আগে শুরুতে ভারত ম্যাচ নিয়ে, উইকেট প্রসঙ্গে এবং নিউ জিল্যান্ড সিরিজে থাকবেন কি-না এমন প্রশ্নে সাকিবের উত্তর ছিল আক্রমণাত্মক। যেমন জিতবেন কি-না, এমন প্রসঙ্গে প্রশ্নে সাকিবের উত্তর ছিল, ‘আপনি নামলে কী করতেন নামার আগে? আমরাও সেটাই করবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও টুর্নামেন্টে আমাদের সমস্যা হয়- বৃহস্পতিবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্ষেপে যান সাকিব। পাল্টা প্রশ্নে সাকিব জিজ্ঞেস করেন, ‘আমরা কি এখানে কালকের ভারত ম্যাচ নিয়ে কথা বলছি?’

ভারত কঠিন না সহজ প্রতিপক্ষ? এমন সরল প্রশ্নেও সাকিবের উত্তর ছিল বাঁকা, ‘এটা তো খেলার পরে বলতে পারবো। খেলার আগে কীভাবে বলবো— সহজ হবে না কঠিন হবে। আমরা যাবো। যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2