১৩ বাঘের চামড়া রোদে শুকানোর দুর্লভ দৃশ্য বাগেরহাটে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সুন্দরবন থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা বেঙ্গল টাইগারের ১৩টি চামড়া বাগেরহাটে সংরক্ষণ করা হচ্ছে। এগুলো ট্যানারিতে প্রক্রিয়াজাত করে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট কার্যালয়ে রাখা হয়েছে। চামড়া ছাড়াও বাঘের মাথার খুলি, দাঁত, হাড়গোড় রয়েছে তাদের সংরক্ষণের তালিকায়। বন বিভাগ জানিয়েছে, মামলার আলামত হিসেবে এসব সংরক্ষণ করা হচ্ছে।
গতকাল সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের ছাদে এবং কার্যালয় চত্বরে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্য প্রাণীর চামড়া ও হাড়গোড় রোদে শুকানো হচ্ছে।
বন বিভাগের তথ্য মতে, সুন্দরবনের প্রশাসনিক কার্যক্রম একসময় অবিভক্ত ছিল। ২০০১ সালে সুন্দরবন পূর্ব বিভাগের প্রশাসনিক কার্যক্রম বাগেরহাট থেকে এবং পশ্চিম বিভাগের কার্যক্রম খুলনা থেকে পরিচালিত হয়ে আসছে। ওই সময় থেকে এ পর্যন্ত পূর্ব বিভাগের আওতাধীন এলাকায় চোরাশিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩টি বাঘের চামড়া, বিভিন্ন প্রাণীর খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। সুন্দরবন বিভাগ, র্যাব ও পুলিশ বিভিন্ন সময়ে পৃথক বা যৌথ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। বনের ভেতর থেকে মাঝেমধ্যে মৃত বাঘও উদ্ধার করা হয়। বন বিভাগের সংরক্ষণে বাঘের ১৩টি চামড়া, ছয়টি মাথার খুলি ও ১৬৩টি বিভিন্ন ধরনের হাড়গোড় রয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, ২০০১ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় শিকারিদের কাছ থেকে উদ্ধার হওয়া ১৩টি বাঘের চামড়া তারা সংরক্ষণ করছেন। ট্যানারিতে প্রক্রিয়াজাত করে এগুলো রাখা হয়েছে। চামড়ায় ফাঙ্গাস পড়ার কারণে মাঝেমধ্যে শুকাতে হয়। এগুলো বিভিন্ন মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। অনেক সময় এগুলো আদালতে উপস্থাপন করা হয়।