মহানবী (সা.)-কে নিয়ে বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ এএম, ২৪ জানুয়ারী,শুক্রবার,২০২৫
খুলনায় বিক্ষোভরত জনতা
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা-নেত্রীর কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে খুলনায়।
শুক্রবার (১০ জুন) বিকেলে নগরীর নিউমার্কেট বায়তুন নূর চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্রের দায়িত্বে থাকা নূপুর শর্মা। এরপর বিশ্বের কয়েকটি মুসলিম দেশে প্রতিবাদ হয়। বিজেপি শর্মাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। মন্তব্যের সপ্তাহখানেক পর নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করে দেশটির পুলিশ।