avertisements 2

খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র একজন, পড়ান ৩ শিক্ষক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মে,সোমবার,২০২২ | আপডেট: ১২:০৮ পিএম, ১৫ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

খুলনার ডুমুরিয়া উপজেলার ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যোলয়ের দ্বিতীয় শ্রেণির একমাত্র ছাত্র। তার নাম অর্পণ সরকার। ২০২০ সালে এখানে শিক্ষার্থী ছিলো ৬ জন, এবং ২০২১ সালে ৩ জন। আর চলতি বছর শিক্ষার্থী মোটে এক। বিষয়টি নিয়ে অস্বস্তিতে শিক্ষকরাও। তারা বলেন, একজনকে পড়াতে আমাদের অনেক পথ পারি দিয়ে আসতে হয়। অনেকসময় কষ্ট করে এসে দেখা যায় কোন কাজ নেই, শুধু শুধু বসে থাকতে হয়।

এদিকে অর্পণের অভিভাবকরা বলেন, শিক্ষকরা একদম প্রাইভেটের মত পড়ায়, তাই ভালো করেই শিখতে পাড়ছে অর্পণ। আর এলাকাবাসীর অভিযোগ, এক প্রকার বসে বসেই বেতন নিচ্ছেন তিন শিক্ষক। এলাকাবাসী ও শিক্ষকরা বলছেন, ময়নাপুর গ্রামে ২৯টি পরিবারের বসাবাস। কিন্তু গত ৬/৭ বছরে নতুন শিশুর জন্ম হয়নি এ গ্রামে। সে কারণে নেই স্কুলে যাওয়ার উপযোগী শিশু।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এন এম সিরাজুদ্দোহা বলছেন, বিদ্যালয়টি বন্ধ করে দিয়ে শিক্ষকদের অন্যত্র বদলির সুপারিশ পাঠানো হয়েছে অধিদপ্তরে। ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যোলয় প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2