খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক সিএমএইচে, পাঠানো হবে সিঙ্গাপুরে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৯:২৮ এএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

মেয়র তালুকদার আব্দুল খালেক
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়েছে।
রোববার (৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ শেখ আবু নাসের হাসপাতাল থেকে তাকে সিএমএইচের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
এর আগে গত শনিবার ডায়াবেটিস, ইউরিনের সমস্যা ও জরে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি হন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার।
এদিকে সিটি মেয়রকে এগিয়ে দিতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাসহ স্থানীয় আওয়ামাী লীগের নেতৃবৃন্দ।
এ সময় খুলনা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, ঢাকার সিএমএইচে আগামী ১৫ মে পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন। এরপর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেয়ার কথা রয়েছে।